Air TRavel

এয়ার ইন্ডিয়ার ‘বিজ়নেস ক্লাস’-এ বেনজির অভিজ্ঞতা! সমাজমাধ্যমে জানালেন বিমানযাত্রী

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ২২:০৩
Share:

—ফাইল চিত্র।

বিজ়নেস ক্লাসের টিকিট হল বিমানের সবচেয়ে বেশি দামের বিলাসবহুল আসনের টিকিট। এই আসনের যাত্রীকে সেরার সেরা পরিষেবা পৌঁছে দেওয়াই বিমান সংস্থাগুলির দস্তুর। একদা বিমানে সুব্যবস্থার জন্য পরিচিত সরকারি বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া এখন বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণে। সেই এয়ার ইন্ডিয়ারই বিজ়নেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা জানালেন এক বিমান যাত্রী।

Advertisement

সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এয়ার ইন্ডিয়ার বিজ়নেস ক্লাসের টিকিট কেটেছিলাম। কিন্তু আমার হাত রাখার জায়গায় এক সহযাত্রীর নোংরা, দুর্গন্ধওয়ালা পা গোটা সফরটাই বরবাদ করে দিয়েছে আমার।’’

ওই যাত্রী সিঙ্গাপুর থেকে মুম্বইয়ে ফিরছিলেন। বিমান সফরে তাঁর অসুবিধার প্রমাণ হিসাবে কয়েকটি ছবি তুলেছিলেন তিনি। সমাজ মাধ্যমে সহযাত্রীর পায়ের সেই ছবিও তিনি শেয়ার করেছেন। যা দেখে চটেছেন নেটাগরিকেরা। সেই সঙ্গে ওই বিমানযাত্রীর পোস্টে উপচে পড়েছে নানারকম উপদেশ।

Advertisement

এই ধরনের ঘটনা ঘটলে কী করা উচিত, তার উপায় জানাতে গিয়ে অনেকে এও বলেছেন, ওই পায়ের উপর গরম তরল ঢেলে দেওয়া উচিত ছিল।

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement