Amul

Accident: গুজরাতে গাড়ি দুর্ঘটনায় আহত ‘আমুল’ প্রধান আরএস সোধী

বুধবার রাতে গুজরাতের আনন্দ-বাকরোল রোডে ‘আমুল’ কর্তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

গাঁধীনগর শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১১:৪৩
Share:

দুর্ঘটনায় উল্টে যাওয়া গাড়ি (বাঁ দিকে)। ‘আমুল’ কর্তা আরএস সোধী (ডান দিকে)।

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ‘আমুল’-এর ম্যানেজিং ডিরেক্টর আরএস সোধী। বুধবার রাতে গুজরাতের আনন্দ-বাকরোল রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

Advertisement

আনন্দ-এর ডেপুটি পুলিশ সুপার বিডি জাডেজা জানিয়েছেন, রাত ন’টা নাগাদ আনন্দ-বাকরোল রাস্তা ধরে যাওয়ার সময় অজ্ঞাত কোনও কারণে ‘আমুল’ প্রধানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারে উঠে গিয়ে উল্টে যায়। সোধী এবং তাঁর গাড়িচালক দু’জনেই আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দু’জনেরই সামান্য চোট লেগেছে। ভয়ের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

দ্য গুজরাত কোঅপারেটিভ মিলিক মার্কেটিং ফেডারেশন লিমিটেড (জিসিএমএমএফ)-এর সদর দফতর আনন্দ শহরে। ২০১০ সাল থেকে এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন সোধী।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement