স্বামী দেবেন্দ্র ফডনবীসের সঙ্গে অমৃতা। মুম্বইয়ে, মঙ্গলবার। ছবি- পিটিআই।
ফিরে আসার বার্তা দিলেন মহারাষ্ট্রের পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা। মঙ্গলবার টুইটে লিখলেন, ‘‘মরসুম বদলাতে দাও। বসন্তকে আসতে দাও। আমি নতুন সৌরভ নিয়ে ফিরব।’’ স্বামী দেবেন্দ্রের দ্বিতীয় বারের ৮০ ঘণ্টার মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই।
তাঁর টুইটে একটি উর্দু শায়েরি উদ্ধৃত করেছেন অমৃতা। লিখেছেন, ‘‘পলত মে আউঙ্গি শাখোঁ পে খুশবুয়ে লেকর, খিজা কি জাদ মে হুঁ, মৌসম জারা বাদল নে দে (আমি নতুন সৌরভ নিয়ে ফিরে আসব। শুধু মরসুম বদলাতে দাও। বসন্ত আসতে দাও।)’’
মঙ্গলবার রাতে তাঁর টুইটার হ্যান্ডল থেকেই এই টুইট করেছেন অমৃতা। এনসিপি নেতা অজিত পওয়র তাঁর নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী পদ নিতে অস্বীকার করার প্রেক্ষিতে কয়েক ঘণ্টা আগেই দ্বিতীয় বারের মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফডণবীস।
মহারাষ্ট্রের মানুষের জন্য তাই অমৃতার টুইটে ছিল বিদায়ী বার্তাও। লিখেছেন, ‘‘পাঁচ বছরের জন্য বাহিনী (সরকার) চালানোর অধিকার দেওয়ার জন্য মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ। আপনারা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তা আমি চির দিন মনে রাখব। আপনাদের সেবা করার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করেছি।’’
আরও পড়ুন: যেন কিছুই হয়নি! বিধানসভায় দাদা অজিতকে জড়িয়ে ধরলেন শরদ-কন্যা সুপ্রিয়া
আরও পড়ুন: বড় বাড়াবাড়ি হচ্ছে: ধনখড় || কেন পাঠিয়েছে জানি: মমতা