Amitabh Bachhan

করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি করা হল নানাবতী হাসপাতালে

বচ্চন পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে টুইটে জানিয়েছেন অমিতাভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ২৩:২৬
Share:

অমিতাভ বচ্চন। —ফাইল চিত্র

বি টাউনে আগেই হানা দিয়েছিল কোভিড ১৯। এ বার করোনায় আক্রান্ত হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহেনশা-কে।

Advertisement

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’

অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

Advertisement

এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন , অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবরে তিনি দুঃখিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারে #AmitabhBachchan ট্রেন্ডিং হতে শুরু করে। বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও তাঁর দ্রুত আরোগ্য চেয়েছেন। ‘পিঙ্ক’-এর অভিনেত্রী তপসী পান্নু লিখেছেন, ‘‘আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement