National News

‘আমি পুরোপুরি সুস্থ, রোগে ভুগছি না’, জল্পনা উড়িয়ে টুইট অমিতের

দিন কয়েক ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শারীরিক অসুস্থতা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০২০ ১৮:৫১
Share:

শারীরিক অসুস্থতা যাবতীয় জল্পনার জবাব দিয়েছেন অমিত শাহ।

সোশ্যাল মিডিয়ায় তাঁর শারীরিক সুস্থতা নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিতে এ বার ব্যাট ধরলেন স্বয়ং অমিত শাহ। জানালেন, তিনি পুরোপুরি সুস্থ। এ নিয়ে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট, “স্পষ্ট করে বলতে চাই যে, আমি একেবারে সুস্থ এবং কোনও রোগে ভুগছি না।”

Advertisement

দিন কয়েক ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শারীরিক অসুস্থতা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সেখানে কোথাও তাঁর শারীরিক অবস্থা নিয়ে চলছে জল্পনা, তো কোথাও আবার তাঁর মৃ্ত্যুর খবরে শোকপ্রকাশও করতে শুরু করেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের অসুস্থতা নিয়ে এমনও ভুয়ো টুইটও দেখা যায়, যাতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে অমিত শাহ লিখছেন, তাঁর গলার পিছনের অংশে ক্যানসার হয়েছে। এবং নিজের অসুস্থতার জন্য দেশবাসীকে তিনি জানাচ্ছেন, কিছু দিন দেশের সেবা করতে পারবেন না। তাঁর শারীরিক সুস্থতা নিয়ে এ ধরনের নানা জল্পনা রটলেও প্রথমে তাতে আমল দেননি অমিত। তবে এ দিন সে সব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শেষমেশ সোশ্যাল মিডিয়ার গুজব সামলাতে সেই মাধ্যমকেই বেছে নিয়ে তাতে যাবতীয় জল্পনার জবাব দিয়েছেন। অমিত শাহ লিখেছেন, “যখন এটা (গুজব) আমার নজরে এল, ভাবলাম, মানুষজনকে তাদের কল্পনা উপভোগ করতে দেব। সে কারণেই প্রথমটায় জবাব দিইনি।”

তবে এই জল্পনার মাঝেই দলীয় কর্মীদের চিন্তা-ভাবনাকে সামাল দিতে অবশেষে উত্তর দেওয়াটাই বেছে নিলেন বলে জানিয়েছেন অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, “তবে, গত কয়েক দিন ধরে আমার দলের কর্মী ও লক্ষ লক্ষ শুভানুধ্যায়ীরা যে ভাবে দুশ্চিন্তা করছেন, তা উপেক্ষা করতে পারি না। সে জন্যই আজ আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমি পুরোপুরি সুস্থ রয়েছি এবং কোনও রোগে ভুগছি না।”

Advertisement

আরও পড়ুন: শ্রমিক ফেরাতে ‘অসহযোগিতা’! মমতাকে অমিতের চিঠি ঘিরে তরজা

সোশ্যাল মিডিয়ায় অমিত শাহের নামে এ ধরনের ভুয়ো টুইটও দেখা গিয়েছে।

টুইটারে নিজের শারীরিক সুস্থতা নিয়ে যাবতীয় জল্পনার পাশাপাশি একটি পরামর্শও দিয়েছেন ৫৫ বছরের অমিত শাহ। গোটা দেশ জুড়ে যখন করোনা-সংক্রমণের বিরুদ্ধে লড়়াই করছে, সে সময় জল্পনাকারীদের নিজের কাজে মন দিতে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “মানুষজনের কাছে আমার অনুরোধ, এ ধরনের কথায় কান দেবেন না। এবং আমাকে আমার কাজ করতে দিন। আর ওঁদেরও (জল্পনাকারীদের) নিজের কাজে মন দেওয়া উচিত।”

আরও পড়ুন: উপসর্গ কমলে টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছুটি, বিতর্কে নতুন কেন্দ্রীয় নিয়ম

অমিত শাহের এ দিনের টুইটের পর সবচেয়ে প্রথম যে ক্যাবিনেট মন্ত্রী তার উত্তর দেন, তিনি হলেন বস্ত্র এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে অমিত শাহের টুইটটি রি-টুইট করেছেন স্মৃতি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement