Goa

Goa Election 2022: গোয়ায় ভোটপ্রচারে কোভিডবিধি ভেঙেছেন অমিত শাহ, মুখ্যমন্ত্রী, অভিযোগ তৃণমূলের

মঙ্গলবার এঁদের মধ্যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোয়ার করচোরেম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৭
Share:

ফাইল ছবি

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর পর এ বার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত এবং বিজেপি প্রার্থী গণেশ গাঁওকারের বিরুদ্ধে বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার এঁদের মধ্যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোয়ার করচোরেম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন নির্দেশিত কোভিড বিধি ভঙ্গ করে প্রচার করেছেন অমিত শাহ ও প্রমোদ সবন্ত। যা গোয়াবাসীর জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এর আগে প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গের জন্য সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলের দাবি করা হয় নির্বাচন কমিশনের কাছে।

প্রসঙ্গত ৪০ আসনের গোয়া বিধানসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ-সহ বাকি চার রাজ্যের সঙ্গেই হবে গণনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement