Jammu & Kashmir Assembly Election

পাক মন্ত্রীর কথা টেনে কংগ্রেসকে শাহি তোপ

জম্মু ও কাশ্মীরে এখনও দু’দফার ভোট বাকি। তার আগে পাকিস্তান ও কংগ্রেস-এনসি নেতৃত্বকে এক সূত্রে বেঁধে আক্রমণ শানিয়ে জাতীয়তাবাদের হাওয়া উস্কে দেওয়ার কৌশল নিলেন শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১০
Share:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল ছবি।

নির্বাচনী ইস্তাহারে জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা পুনর্বহালের দাবি তুলেছে কংগ্রেসের জোটসঙ্গী ওমর-ফারুক আবদুল্লার দল এনসি। সেই দাবিকে সমর্থন করে সরব হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোওয়াজা আসিফ। সীমান্ত-পার থেকে সমর্থনের সুর চড়তেই পাল্টা আক্রমণে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘‘ফের প্রমাণ হয়ে গেল পাকিস্তান ও কংগ্রেসের উদ্দেশ্য ও কর্মসূচি এক।’’

Advertisement

জম্মু ও কাশ্মীরে এখনও দু’দফার ভোট বাকি। তার আগে পাকিস্তান ও কংগ্রেস-এনসি নেতৃত্বকে এক সূত্রে বেঁধে আক্রমণ শানিয়ে জাতীয়তাবাদের হাওয়া উস্কে দেওয়ার কৌশল নিলেন শাহ। রাজনীতিকদের মতে, যে ভাবে পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ এনসি ও কংগ্রেসকে প্রকাশ্যে সমর্থন করে সরব হয়েছেন, তা বিজেপিকে রাজনৈতিক ভাবে বিরোধীদের দিকে আঙুল তোলার রাস্তা সহজ করে দিয়েছে। শাহের দাবি, সার্জিক্যাল স্ট্রাইক কিংবা বালাকোটে বিমান হানার প্রমাণ চাওয়া কংগ্রেসের হাত সব সময়ে দেশবিরোধী শক্তির সঙ্গেই রয়েছে।

পাক মন্ত্রী আসিফের কাশ্মীর সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে চলতি বিতর্কের সূত্রপাত। একটি টিভি সাক্ষাৎকারে আসিফকে বলতে শোনা যায়, কাশ্মীরে ৩৫এ ও ৩৭০ ধারা ফেরানোর ব্যাপারে কংগ্রেস ও এনসি যে দাবি করেছে, তাতে পাকিস্তানের সম্পূর্ণ সমর্থন রয়েছে। তাঁর কথায়, ‘‘আমাদের দাবি একই। আর তা হল কাশ্মীরের বিশেষ ক্ষমতা পুনর্বহাল করা।’’ পরে বিষয়টি ব্যাখ্যা করে আসিফ বলেন, ‘‘আমার মনে হয় কাশ্মীরের বিশেষ ক্ষমতা ফিরে আসা সম্ভব। কেননা কাশ্মীরে এনসি ও কংগ্রেসের ভাল প্রভাব রয়েছে। কাশ্মীরের আমজনতাও নিজেদের অধিকার নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ। পরিস্থিতি যা, তাতে এনসি সম্ভবত ক্ষমতায় আসতে চলেছে। আর এনসি-র নির্বাচনের অন্যতম বিষয় হল, জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা পুনরায় ফিরিয়ে আনা।’’

Advertisement

ভোটের মরসুমে পাক প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণে নামতে দেরি করেননি বিজেপি নেতৃত্ব। লক্ষ্য, পাক বিরোধিতার মাধ্যমে জাতীয়তাবাদের হাওয়া উস্কে দিয়ে হিন্দু অধ্যুষিত জম্মুতে ভাল ফল করা। কংগ্রেস ও তথা রাহুল গান্ধী গত কয়েক বছর ধরে দেশবিরোধী শক্তির পাশে দাঁড়িয়ে তাঁদের হাত শক্ত করছেন বলে আজ অভিযোগে সরব হন অমিত শাহ। তিনি বলেন, ‘‘আসিফের কাশ্মীর নিয়ে ওই মন্তব্য একবার ফের কংগ্রেসের প্রকৃত চেহারা উন্মোচন করে দিয়েছে।
স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কংগ্রেস ও পাকিস্তানের উদ্দেশ্য এবং
কর্মসূচি এক।’’

এর পরেই সরাসরি রাহুলকে আক্রমণ শানিয়ে শাহ বলেন, ‘‘গত কয়েক বছর ধরে দেশবিরোধী শক্তির সমর্থনে সুর চড়িয়ে রাহুল গান্ধী ভারতবাসীর আবেগকে আঘাত করে চলেছেন। কখনও তিনি বিমান হামলা বা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চান, কখনও বা ভারতীয় সেনার বিরুদ্ধে আপত্তিজনক বক্তব্য রেখে থাকেন। রাহুল গান্ধীর কংগ্রেস এবং পাকিস্তানকে সর্বদা এক সুরে বক্তব্য রাখতে দেখা যায়। কংগ্রেসের হাত সব সময়েই
দেশবিরোধী শক্তির পাশে থাকে।’’ একই সঙ্গে কাশ্মীরের বিশেষ ক্ষমতা পুনর্বহালের স্বপ্ন কখনওই বাস্তবায়িত হবে না বলেও দাবি করেছেন অমিত শাহ। তাঁর কথায়, ‘‘কংগ্রেস-পাকিস্তান ভুলে যাচ্ছে, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রয়েছে। তাই কাশ্মীরে ধারা ৩৭০ যেমন ফিরবে না, ফিরবে না সন্ত্রাসবাদও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement