Amit Shah

জম্মু-কাশ্নীরের নিরাপত্তায় বৈঠকে শাহরা

গত কয়েক মাসে উপত্যকায় জঙ্গি হামলার সংখ্যা উল্লেখজনক ভাবে কমে এসেছে। রেকর্ড সংখ্যক পর্যটক প্রথম তিন মাসেই দেখা গিয়েছে। এই আবহে আগামী ২২-২৪ মে জম্মু-কাশ্মীরে জি-২০ বৈঠক হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ০৭:১৮
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

আগামী মাসে জম্মু-কাশ্মীর ও লাদাখে হতে চলেছে জি-২০ সম্মেলনের পর্যটন বিষয়ক বৈঠক। তাই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্‌হা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ সেনা ও আধা সামরিক বাহিনীর শীর্ষ কর্তা ও গোয়েন্দা-কর্তারা।

Advertisement

গত কয়েক মাসে উপত্যকায় জঙ্গি হামলার সংখ্যা উল্লেখজনক ভাবে কমে এসেছে। রেকর্ড সংখ্যক পর্যটক প্রথম তিন মাসেই দেখা গিয়েছে। এই আবহে আগামী ২২-২৪ মে জম্মু-কাশ্মীরে জি-২০ বৈঠক হওয়ার কথা। তবে গোয়েন্দাদের আশঙ্কা, বৈঠকের আগে ফের হামলা চালিয়ে উপত্যকা যে অশান্ত, তা আন্তর্জাতিক অভ্যাগতদের সামনে তুলে ধরতে পারে জঙ্গিরা। তাই সীমান্ত এলাকায় নজরদারির কাজ ছাড়াও, জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের উপরে নজর রাখার কাজও খতিয়ে দেখেন শাহ।

ভারত অবৈধ ভাবে জম্মু-কাশ্মীরকে কব্জা করে রেখেছে, তাই সেখানে জি-২০ বৈঠক করা উচিত নয়, এই দাবিতে মঙ্গলবার সরব হয়েছিল ইসলামাবাদ। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিভিন্ন অংশকে যেমন বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে, জম্মু-কাশ্মীরকেও সে ভাবে বাছা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement