দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে অমিত শাহকে— ফাইল চিত্র।
চার দিন আগে নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা নেগেটিভ এবং পুরোপুরি সুস্থ। গুরুগ্রামের হাসপাতাল থেকে বাড়িতেও ফিরেছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সোমবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করানো হয়েছে।
সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার সময় অমিতের বুকে সংক্রমণের হদিস মেলে। এর পরেই তাঁকে দ্রুত এমস-এ নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকেরা তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।
এমসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৩-৪ দিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেহে ব্যথা এবং ক্লান্তিজনিত সমস্যা রয়েছে। পোস্ট কোভিড কেয়ারের (করোনা পরবর্তী চিকিৎসা) জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে।
গত ২ অগস্ট অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়েছিল। তার পরেই তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু এমসের মতো সরকারি হাসপাতালে না গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন বেসরকারি হাসপাতালকেই চিকিৎসার জন্য বেছে নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ শশী তারুর।
আরও পড়ুন: দেশে সংক্রমণ হার কমে ৬.১২ শতাংশ, মোট আক্রান্তের ৭৩ শতাংশই সুস্থ
গুরুগ্রামের ওই হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পরে অমিতের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। গত শুক্রবার (১৪ অগস্ট) সেই পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। এর পর তাঁকে বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: ঘৃণা-ভাষণ নিয়ে সাফাই দিল ফেসবুক, কৈফিয়ত চাইবে সংসদীয় কমিটি