R G Kar Hospital Incident

‘অনেক হয়েছে’! আরজি কর-কাণ্ড থেকে মহারাষ্ট্রে নাবালিকা নির্যাতন প্রসঙ্গ এ বার রাষ্ট্রপতি মুর্মুর বক্তব্যে

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এবং তার পর প্রতিবাদ পর্বের মাঝেই বদলাপুরে নাবালিকা নির্যাতন প্রসঙ্গও এসেছে রাষ্ট্রপতির বিবৃতিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ১৫:৫৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর-কাণ্ডের আবহে তাঁর বার্তা, ‘‘কোনও সভ্য সমাজ কন্যা ও বোনদের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না।’’

Advertisement

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এবং তার পর প্রতিবাদ পর্বের প্রসঙ্গও এসেছে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া রাষ্ট্রপতির সাক্ষাৎকারে। সরাসরি কোনও নাম না করে তিনি বলেন, ‘‘এমনকি, যখন পড়ুয়া, চিকিৎসক এবং নাগরিকেরা কলকাতায় বিক্ষোভ করছিলেন, তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছে। নাবালিকারাও তাদের শিকার হয়েছে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘এনাফ ইজ় এনাফ (অনেক হয়েছে)।’’

নাবালিকা নির্যাতনের কথা বলে তিনি মহারাষ্ট্রের বদলাপুরের সাম্প্রতিক ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতির বক্তব্যে এসেছে ২০১২ সালে দিল্লির গণধর্ষণ এবং খুনের ঘটনার প্রসঙ্গও। রাখিবন্ধন উৎসবের দিন একদল স্কুলপড়ুয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘‘তারা আমাকে সরল ভাবে প্রশ্ন করেছিল যে, ভবিষ্যতে যে নির্ভয়ার (দিল্লির নির্যাতিতা যে নামে পরিচিতি পেয়েছিলেন) মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না, সে বিষয়ে কি তারা নিশ্চিত হতে পারে।’’

Advertisement

হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা দেশেই নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই পরিস্থিতিতে নারীসুরক্ষা নিয়ে সওয়াল করে রাষ্ট্রপতি দ্রৌপদীর মন্তব্য, ‘‘আমাদর সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন। নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন। প্রায়শই এক জন মহিলাকে ‘কম মানুষ’, ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’, ‘কম বুদ্ধিমান’ হিসাবে দেখা হয়। এটি অসুস্থ মানসিকতার লক্ষণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement