প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি গৌতম আদানিকে কংগ্রেসের নিশানার পিছনে আমেরিকান ধনকুবের জর্জ সোরসের সঙ্গে আমেরিকার সরকারেরও মদত রয়েছে বলে বিজেপি অভিযোগ তুলেছিল। আজ এই অভিযোগকে ‘হতাশাজনক’ বলে আখ্যা দিল আমেরিকা। দিল্লিতে আমেরিকার দূতাবাসের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতের শাসক দলের থেকে এমন অভিযোগ হতাশাজনক।
বিজেপি বৃহস্পতিবার এবং শুক্রবার সংসদের ভিতরে বাইরে অভিযোগ তুলেছিল, ওসিসিআরপি নামের সংবাদমাধ্যমের তদন্ত-রিপোর্টের উপরে ভিত্তি করে কংগ্রেস শিল্পপতি গৌতম আদানিকে নিশানা করেছে, মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সংসদ অচল করেছে। ওই সংবাদমাধ্যম আমেরিকার সরকার এবং সোরসের মদতেপুষ্ট। লোকসভায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই অভিযোগ তুলেছিলেন। বিজেপি সাংসদ সম্বিত পাত্র সাংবাদিক বৈঠক করে একই কথা বলেছেন। বিজেপির তরফে সমাজমাধ্যমেও একই বিবৃতি দেওয়া হয়েছে। আমেরিকার দূতাবাসের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমেরিকা বরাবরই সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করে। সেখানে ভারতের শাসক দলের এই অভিযোগ হতাশাজনক। কংগ্রেস কটাক্ষ করেছে, মোদী সরকার তথা বিজেপি আদানির স্বার্থ রক্ষা করতে গিয়ে আমেরিকার সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়ছে।