১৩ ঘণ্টার রাস্তা সাত ঘণ্টায় পেরিয়ে কেরলে প্রাণ বাঁচল বছর খানেকের একটি শিশুর।
সপ্তাহের শুরু থেকে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ফতিমা লাবিয়া নামে ওই শিশুটির। কুন্নুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, যত তাড়াতাড়ি তার হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করতে হবে। তার জন্য শিশুটিকে বুধবারই তিরুঅনন্তপুরমের একটি হাসপাতালে ভর্তি করতে হবে।
আরও পড়ুন: ‘পদ্মাবতী’ বিতর্কে এ বার অবরুদ্ধ চিতোরগড় দুর্গ!
কিন্তু বাচ্চাটির অবস্থা এত খারাপ ছিল, যে তাকে ওই হাসপাতালে কী করে নিয়ে যাওয়া হবে, সেটাই ছিল বড় চিন্তা। প্রথমে ফতিমাকে বিমানে তিরুঅনন্তপুরম নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ কুন্নুর থেকে সবচেয়ে কাছের ম্যাঙ্গালুরু বিমানবন্দরই ৩ ঘণ্টার পথ। বিমানের আয়োজনে লাগবে আরও অন্তত ৫ ঘণ্টা। সিদ্ধান্ত হয়, সড়ক পথেই শিশুটিকে তিরুঅনন্তপুরমে নিয়ে যাওয়া হবে। যানজট না থাকলে কুন্নুর থেকে তিরুঅনন্তপুরম ৫১৬ কিলোমিটার পেরোতে লাগে ১৩ ঘণ্টা। কিন্তু কেরল পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই রাস্তা পেরোনো সম্ভব হয় মাত্র ৭ ঘণ্টায়। যে অ্যাম্বুল্যান্সে শিশুটিকে নিয়ে যাওয়া হয়, তার চালক থামিমেরও প্রশংসা করে পুলিশ।