Amarnath Yatra

কোভিড পরিস্থিতির জন্য এ বারেও বাতিল অমরনাথ যাত্রা, এই নিয়ে পর পর দু’বার, জানাল বোর্ড

সাধারণত ৫৬ দিনের যাত্রাপথ থাকে অমরনাথ যাওয়ার ক্ষেত্রে। উঠতে ৩ হাজার ৮৮০ মিটার উপরে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৮:৪২
Share:

ফাইল ছবি

পরপর দু’বছর করোনা অতিমারির জন্য বাতিল করে দেওয়া হল অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করার কাজ আগেই সাময়িক ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। সোমবার যাত্রাও বাতিল করে দেওয়া হল। প্রাথমিক ভাবে অমরনাথজি বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হলেও শেষে সংক্রমণের ভয়েই এ বারেও যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করল তারা।

এই বছর জুন মাসের ২৮ তারিখ যাত্রা শুরু এবং অগস্ট মাসের ২২ তারিখে অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা ছিল। সাধারণত ৫৬ দিন ধরে এই যাত্রা চলে। উঠতে হয় ৩ হাজার ৮৮০ মিটার উপরে। সেখানে গুহায় বরফ আচ্ছাদিত শিবলিঙ্গের দর্শন পেতে প্রতিবছরই অনেকে আবেদন করেন। কিন্তু গতবছর করোনার প্রথম ঢেউ ও এই বছর দ্বিতীয় ঢেউয়ের কারণে এই যাত্রা বন্ধ রাখতে হচ্ছে প্রশাসনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement