প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল ছবি।
আর্থিক সাহায্য চেয়ে বিজেপির উপরে ক্রমশ শরিকি চাপ বাড়ছে। চাপ বাড়াচ্ছে বিজেডি, ওয়াইএসআর কংগ্রেসের মতো একদা পদ্ম-ঘনিষ্ঠ দলগুলিও।
বাজেট অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠকে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে সরব হয় নীতীশ কুমারের জেডিইউ। বৈঠকের পরে আজ সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "সরকার সব বিষয়ে আলোচনার জন্য খোলা মনে প্রস্তুত।" শরিক নির্ভর হয়ে তৃতীয় দফায় ক্ষমতায় বসেছেন নরেন্দ্র মোদী। আগামিকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আজ সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে ছিলেন জেডিইউয়ের সঞ্জয় কা। সূত্রের খবর, বৈঠকে জেডিইউয়ের তরফে বিহারের জন্য বিশেষ মর্যাদা ও আর্থিক সাহায্যের দাবি করা হয়। এ প্রসঙ্গে জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেন, "বিহার বিভাজনের ফলে সমস্ত খনিজ সম্পদ ঝাড়খণ্ডে চলে গিয়েছে। তেমনি অন্ধ্রপ্রদেশের বিভাজনের পরে সমস্ত আয়ের উৎস তেলঙ্গানায়। ফলে বিপুল পরিমাণে রাজস্ব হারিয়েছে দু'রাজ্য। তাই দু'টি রাজ্যের উন্নয়নের লক্ষ্যে বিশেষ মর্যাদা বা আর্থিক সাহায্য পাওয়া উচিত।" ত্যাগী আরও সংযোজন, "বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সঙ্ঘবদ্ধ অপরাধ, ভোটের সময়ে বুথ লুট, গণহত্যা, বিশেষ করে জাতপাতের ভিত্তিতে হত্যার ঘটনা এখন অতীত। আগে যেখানে জঙ্গলের রাজত্ব ছিল, এখন সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত।"
বৈঠকে উপস্থিত সঞ্জয় বলেন, "বিহারের জন্য বিশেষ মর্যাদা চেয়ে নীতীশ কুমার দীর্ঘ সময় ধরে সরব। আজও কেন্দ্রের কাছে বিশেষ মর্যাদা চেয়ে সরব হয়েছে জেডিইউ। যদি সরকারের ওই মর্যাদা দিতে কোনও নীতিগত আপত্তি থাকে, তা হলে যেন বিহারকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হয়।"
বৈঠকে এনডিএ-র আর এক শরিক তথা অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি বিশেষ প্যাকেজ প্রশ্নে কার্যত নীরব ছিল। তা দেখে কংগ্রেস শিবিরের বক্তব্য, বাজেটের আগেই টিডিপি-র সঙ্গে দেনাপাওনা সেরে ফেলেছে বিজেপি। তাই চন্দ্রবাবু নায়ডুর দল চুপ। অন্য দিকে, জেডিইউ এখনও কোনও প্রতিশ্রুতি না পাওয়ায় বারংবার সরব হচ্ছে।
জেডিইউয়ের পাশাপাশি, আজ বিশেষ আর্থিক সাহায্য চেয়েছে বিজেডিএবং ওয়াইএসআর কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। গত ১০ বছর ওই দুই দল পরোক্ষে মোদী সরকারের পাশে থেকেছে, এ বার তাঁরা বিরোধী। আজ বৈঠকে বিজেডি নেতা সম্মিত পাত্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডার উপস্থিতিতে বলেন, ২০১৪ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ওড়িশাকে বিশেষ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু গত ১০ বছরেও সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। তাই বিজেডি-র দাবি, এখন কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার। তাদের উচিত ওড়িশাকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করা।
এ দিকে বিশেষ মর্যাদার প্রশ্নে টিডিপি নীরব হলেও, রাজ্যের প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস আজ অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়েছে। দলীয় সাংসদ বিজয় সাই রেড্ডি বলেন, "সব মিলিয়ে সরকারের কাছে আটটি বিষয়ে দাবি করা হয়েছে।" অন্ধ্রের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা, কেন্দ্রীয় করের অংশ কমানো, বিশাখাপত্তনমে ইস্পাত কারখানার বেসরকারিকরণ বন্ধ করা, রাজ্যের রেল প্রকল্পের জন্য জমি অনুমোদন ছাড়াও রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন সাংসদ বিজয় সাই।