শরদ পওয়ার এবং অজিত পওয়ার। —ফাইল চিত্র।
অস্বস্তি বাড়ল শরদ পওয়ার শিবিরের। নাগাল্যান্ডে এনসিপির সাত বিধায়কই বৃহস্পতিবার অজিত পওয়ারকে সমর্থন জানালেন। ওই সাত বিধায়ক এ-ও জানালেন যে, নাগাল্যান্ডে সে দলের সমস্ত কর্মীই অজিত শিবিরের পাশে রয়েছেন।
গত ২ জুলাই আট বিধায়ককে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের রাজভবনে গিয়েছিলেন শরদ-ভাইপো। তার পর একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলান তিনি। রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন পওয়ার-ভাইপো। সেই নিয়ে এনসিপির অন্দরে ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে। অজিত শিবিরের এনসিপি নেতাদের দল থেকে বহিষ্কার করেন শরদ। পাল্টা পদক্ষেপ করে অজিত শিবির। এনসিপির পতাকা এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’-র অধিকার দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল অজিত গোষ্ঠী। কমিশনের কাছে একটি হলফনামা দিয়ে ক্যাভিয়েট দাখিল করেছিল শরদ গোষ্ঠী। ভাইপোর ‘বিদ্রোহে’ শরদ জানিয়েছিলেন, তিনি এনসিপি-র পুনর্নির্মাণ করবেন। এনসিপি পরিবারে ভাঙনের পর অবশ্য শরদকেই দলের প্রধান নেতা হিসাবে উল্লেখ করেছেন অজিত। এই পরিস্থিতিতে সম্প্রতি শরদের সঙ্গে দেখা করেছেন অজিত, যা এই পর্বে নতুন মাত্রা যোগ করেছে।