প্রতীকী ছবি।
বাজারে প্রচলিত সব রকম দশ টাকার কয়েন লেনদেনের ক্ষেত্রে বৈধ। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক।
বর্তমানে বাজারে ১৪ রকমের দশ টাকার কয়েন প্রচলিত রয়েছে। যার মধ্যে বেশ কয়েক ধরনের কয়েন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এমনকী, কয়েক রকমের কয়েন জাল বা নকল বলেও গুজব তৈরি হচ্ছিল। সে জন্য দশ টাকার কয়েন নিতে অস্বীকারও করছিলেন ক্রেতা-বিক্রেতারা।
এ দিন রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘এটা লক্ষ্য করা গিয়েছে দেশের বিভিন্ন জায়গায় দশ টাকার কয়েন নিতে চাইছেন না অনেকে। এই কয়েন আসল কি না, তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। স্পষ্ট ভাবে জানানো হচ্ছে, সব রকমের দশ টাকার কয়েনই বৈধ এবং আসল।’’
আরও পড়ুন: পুলিশ-এনআইএ যৌথ হানা, উদ্ধার ১০০ কোটির বাতিল নোট
দশ টাকার সব কয়েনই সরকারি টাঁকশাল থেকে বেরিয়েছে বলেও এ দিন শীর্ষ ব্যাঙ্কের তরফে বিবৃতিতে জানানো হয়েছে।