Uttar Pradesh

Khela Hobe: ‘খদেড়া হইবে’! যোগীকে তাড়াতে মমতার ‘খেলা হবে’র অনুকরণে নয়া স্লোগান অখিলেশের

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রচারের জন্য অখিলেশের দলের ‘খেলা হই’ গান সামনে এসেছিল আগেই। এ বার এসেছে নয়া সংস্করণ ‘খদেড়া হইবে’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ০৯:১৬
Share:

মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অখিলেশ যাদব। ফাইল চিত্র।

নীলবাড়ির লড়াইয়ে তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’ অনুকরণ করে দ্বিতীয় গান বাঁধল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এক নয় একাধিক। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রচারের জন্য অখিলেশের দলের ‘খেলা হই’ গান সামনে এসেছিল আগেই। এ বার এসেছে নয়া সংস্করণ, ‘খদেড়া হইবে’ (তাড়ানো হবে)। লক্ষ্য— বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বিতাড়ন।

অওয়ধি এবং ভোজপুরী ভাষার মিশেলে তৈরি ওই গানের দাবি, উত্তরপ্রদেশে আগামী বিধানসভা ভোটে যোগী আদিত্যনাথ সরকারের বিতাড়ন নিশ্চিত। সমাজবাদী পার্টির নেতৃত্বে পরবর্তী সরকার রাজ্যে কী কী উন্নয়নের কাজ করবে, তারও ফিরিস্তি দেওয়া হয়েছে ওই গানে।

Advertisement

২০২২-এর গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজ্যের শাসনক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ। মাস খানেক আগে তৃণমূলের স্লোগানের অনুকরণে হিন্দিতে ‘আব ইউপি মে খেলা হই’ (এ বার উত্তরপ্রদেশে খেলা হবে) গান এসেছে সমাজবাদী পার্টির প্রচারে। পূর্ব উত্তরপ্রদেশের ভোজপুরী ভোটদাতাদের সমর্থন পাওয়ার লক্ষ্যেই নয়া গানটি প্রচার শুরু হয়েছে বলে সমাজবাদী পার্টি সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement