ফাইল চিত্র।
উত্তরপ্রদেশের ভোটবাজার সরগরম নতুন একটি প্রশ্নে। আজমগড়ের কোনও নির্বাচনী এলাকা থেকে কি ভোটে লড়বেন অখিলেশ সিংহ যাদব?
প্রশ্নটি গত দু’দিন ধরে ঘুরপাক খেলেও অখিলেশ নিজে এখনও বিষয়টি স্পষ্ট করেননি। বরং আজমগড়ের সাংসদ এই প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, “আমি যদি স্থির করি ভোটে লড়ব, তা হলে আমাকে আজমগড়ের মানুষের অনুমতি নিতে হবে। তার কারণ তাঁরা আমাকে এই কেন্দ্র থেকে লোকসভায় জিতিয়ে এনেছিলেন।” গত মাসে অখিলেশ জানিয়েছিলেন, দল যদি মনে করে, তা হলে তিনি বিধানসভা ভোটে লড়াই করবেন। নিজে ঘোষণা না করলেও, তাঁর লড়ার সম্ভাবনাই বেশি বলে এখন মনে করা হচ্ছে।
সূত্রের মতে, আজমগড়ের গোপালপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে অখিলেশের। রাজনৈতিক মহল বলছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রথম বার ভোটে লড়ছেন পূর্ব উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে। এর ফলে স্বাভাবিক ভাবেই কিছুটা চাপ তৈরি হয়েছে অখিলেশের উপর। ২০১৭ সালে বিধানসভা ভোটে লড়েননি যোগী, পরে বিধান পরিষদ থেকে জিতে এসেছিলেন। এ বারের ভোটে যোগীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন অখিলেশ। লড়াইটা হচ্ছে যোগী বনাম অখিলেশের। ফলে অখিলেশ নিজে যদি ময়দানে দাঁড়িয়ে যোগীর বিরুদ্ধে না লড়েন, তা হলে ভুল বার্তা যাবে বলেই মনে করছে এসপি শিবির।