akhilesh yadav

Akhilesh-Yogi: যোগীর আসন নিয়ে তির অখিলেশের

গোরক্ষপুরের বর্তমান বিজেপি বিধায়ক রাধামোহন আগরওয়ালকে এসপি-র টিকিট দেওয়ার প্রস্তাবও দিয়েছেন অখিলেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ০৭:১৪
Share:

ফাইল চিত্র।

যোগী আদিত্যনাথের আসনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হল উত্তরপ্রদেশের। প্রধান বিরোধী দল এসপি এর আগেই যোগীকে নিশানা করে বলেছিল, যোগী এমন মুখ্যমন্ত্রী তিনি যেখান থেকে দাঁড়াতে চান (অযোধ্যা) সেখানে টিকিট পান না। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কথায়, ‘‘আসলে সাধুসন্ন্যাসীরা বলে দিয়েছিলেন, উনি ফৈজ়াবাদে এলে ওঁকে বিদায় স‌ংবর্ধনা দেওয়া হবে। বিজেপি তো তাঁকে এরই মধ্যে বিদায় জানিয়ে ফেলেছে গোরক্ষপুরে পাঠিয়ে।’’

Advertisement

গোরক্ষপুরের বর্তমান বিজেপি বিধায়ক রাধামোহন আগরওয়ালকে এসপি-র টিকিট দেওয়ার প্রস্তাবও দিয়েছেন অখিলেশ। সাংবাদিকদের বলেছেন, “আপনাদের সঙ্গে যদি ওঁর যোগাযোগ হয় তাহলে জানাবেন আমরা ওঁকে টিকিট দিতে পারি।” এখানেই না থেমে এসপি নেতা বলেন, “আমার মনে আছে, মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা। রাধামোহন আগরওয়াল বসার জায়গা না পেয়ে আগাগোড়া দাঁড়িয়েই ছিলেন। বিজেপি সরকারে তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন।”

ভোটের মুখে দাঁড়িয়ে অখিলেশের প্রতিশ্রুতি, তাঁর দল ক্ষমতায় এলে কৃষকদের সব রকম শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে। এ ছাড়া বিনা মূল্যে সেচ ব্যবস্থার সুবিধে করে দেওয়া, বিমা, পেনশনের মতো বিষয়গুলির জন্য একটি তহবিল গড়বে তাঁর সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement