akhilesh yadav

Akhilesh Yadav: রাজ্য পুলিশে অনাস্থা নিয়ে মন্তব্যে বিতর্কে অখিলেশ! মুখ্যমন্ত্রী হতে চান কেন? পাল্টা বিজেপি-র

সমাজবাদী পার্টির দাবি, দলের সভাপতি অখিলেশের সম্পর্কে ভুল ধারণা তৈরি করতেই তাঁর মন্তব্যের ভিডিয়োকে বিকৃত করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ২১:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

দুই জঙ্গির গ্রেফতারির পর উত্তরপ্রদেশ পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলে বিজেপি-র তোপের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যদিও সমাজবাদী পার্টির দাবি, দলের সভাপতি অখিলেশ সম্পর্কে ভুল ধারণা তৈরি করতেই তাঁর মন্তব্যের ভিডিয়ো বিকৃত করা হয়েছে।

Advertisement

রবিবার ওই দুই জঙ্গিকে নাশকতার অভিযোগে লখনউয়ের শহরতলিতে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ওই জঙ্গিদের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে তারা যে আলকায়দা সমর্থিত জঙ্গি সংগঠন ‘আনসর গজয়াতুল হিন্দ’-এর সদস্য, তা জানিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (অ্যান্টি টেরর স্কোয়াড বা এটিএস)। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিলেন এটিএস আধিকারিকেরা। এটিএসের দাবি, মিনহাজ আহমেদ এবং মাসিরউদ্দিন নামে ওই দুই জঙ্গি স্বাধীনতা দিবসে লখনউ-সহ উত্তরপ্রদেশ জুড়ে বিস্ফোরণের ছক কষেছিল। এমনকি, সে নাশকতায় মানববোমা ব্যবহারেরও ফন্দি এঁটেছিল তারা।

তবে ধৃতরা কি আদৌ জঙ্গি— এমন প্রশ্নই তুলেছিলেন অখিলেশ। রবিবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘‘উত্তরপ্রদেশ পুলিশ বিশেষ করে বিজেপি সরকারের প্রতি আমার আস্থা নেই।’’ এর পরই অখিলেশকে আক্রমণ করতে শুরু করেন বিজেপি নেতারা। বিজেপি নেতা সি টি রবি টুইটারে লিখেছেন, ‘উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরই নিজের রাজ্যের পুলিশ তথা বিজেপি সরকারের উপর আস্থা নেই, এটা রীতিমতো শকিং। এই বংশেরই সদস্যই তো এক সময় দাবি করেছিল, বিজেপি সরকারের কোভিড টিকায় ভরসা নেই। তা হলে কার প্রতি ভরসা রয়েছে তাঁর? পাকিস্তান সরকার এবং তার জঙ্গিদের উপর?’

Advertisement

অখিলেশকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি-র আর এক নেতা অমিত মালব্যও। তাঁর টুইট, ‘অখিলেশ প্রথমে টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার পর এখন বলছেন, জঙ্গিদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতায় তাঁর আস্থা নেই। রাজ্য সরকার বা প্রশাসনের উপর যদি তাঁর আস্থাই না থাকে, তবে (উত্তরপ্রদেশের) মুখ্যমন্ত্রী হতে চান কেন? ঘরে বসে থাকুন না!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement