Yogi Adityanath

Uttar Pradesh: শাহি মসজিদে জন্মাষ্টমী পালনের অনুমতি দিন, আদিত্যনাথকে রক্ত দিয়ে চিঠি লিখলেন ‘ভক্ত’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১১:৩৮
Share:

আদিত্যনাথ আবেদন না মানলে মৃত্যুর অনুমতি চাইবেন বলে জানান হিন্দু সংগঠনের নেতা।

শাহি মসজিদই কৃষ্ণের জন্মস্থান। এমনই দাবি করে মসজিদের ভিতর জন্মাষ্টমী পালনের আবেদন জানালেন অখিল ভারত হিন্দু মহাসভা সংগঠনের এক সদস্য। দাবিতেই থেমে থাকেননি তিনি। দাবিকে বাস্তবায়িত করার জন্য নিজের রক্ত দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন।

Advertisement

আগামী ১৯ অগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। দীনেশ শর্মা নামে হিন্দু সংগঠনের নেতার দাবি, ওই দিন তাঁরা শাহি মসজিদের ভিতরে পুজো করতে চান। তিনি মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে চিঠিতে লিখেছেন, ‘এত দিন ধরে শ্রীকৃষ্ণের উপাসনা যেখানে হয়ে আসছে, সেগুলি কোনওটাই তাঁর জন্মস্থান নয়। শাহি মসজিদ ইদগাহ্ই কৃষ্ণের আসল জন্মস্থান।’ আদিত্যনাথকে ‘হিন্দু দেবতা হনুমানের অবতার’ বলে উল্লেখ করে দীনেশ এ-ও লেখেন যে, তাঁর বিশ্বাস যোগী এই আবেদন রক্ষা করবেন।

আর যদি অনুমতি না মেলে? দীনেশ জানান, তা হলে তাঁকে যেন মৃত্যুর অনুমতি দেওয়া হয়। কারণ, কৃষ্ণের জন্মস্থান বাদ দিয়ে অন্য কোথাও তাঁর উপাসনা করতে হলে, এ জীবন রেখে কোনও লাভ নেই।

Advertisement

কৃষ্ণের জন্মস্থান নিয়ে বিতর্কে হয়েছে বহু বার। মামলা গড়িয়েছে আদালতেও।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement