TMC

Tripura TMC: আগরতলা জয় করতে তৃণমূলের নবরত্ন: করমুক্ত জল, হকারদের পুনর্বাসনের প্রতিশ্রুতি

ঠিক ন’দিন পর আগামী ২৫ নভেম্বর পুরভোট আগরতলায়। মঙ্গলবার তৃণমূলের তরফে প্রকাশ করা হল নির্বাচনী ইস্তাহার। শিরোনাম—‘আগরতলার জন্য নবরত্ন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৫:৫১
Share:

তৃণমূলও পুরভোটকে যথাযথ গুরুত্ব দিয়েই লড়াইয়ে নামতে চাইছে। ফাইল চিত্র।

আগরতলার পুরভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অস্ত্র ‘নবরত্ন’।

ঠিক ন’দিন পর আগামী ২৫ নভেম্বর পুরভোট আগরতলায়। তৃণমূল নেতৃত্ব ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটের আগে মঙ্গলবার তৃণমূলের তরফে প্রকাশ করা হল নির্বাচনী ইস্তাহার। যার শিরোনাম—‘আগরতলার জন্য নবরত্ন’।

নামে স্পষ্ট, আগরতলার জন্য এটি তৃণমূলের ন’দফা কর্মসূচি। কী থাকছে সেই কর্মসূচিতে? তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ওই কর্মসূচি পড়ে শুনিয়েছেন।

Advertisement

প্রথমেই রয়েছে নাগরিক পরিকাঠামোর কথা। ‘উন্নত নগর, উন্নত সমাজ’ শীর্ষক এই প্রথম ‘রত্ন’ আদতে পাঁচটি প্রতিশ্রুতি— খানাখন্দহীন আগরতলা, শহরের ৪টি প্রধান জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই, পরিষ্কার এবং সহজলভ্য বায়ো টয়লেট, বাজার-পার্কের রক্ষণাবেক্ষণ এবং শ্মশান ঘাটের উন্নয়ণে ১০ কোটি টাকা বিনিয়োগ।

তালিকায় দ্বিতীয়, নাগরিক সুরক্ষার উন্নয়ন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগরতলায় পথবাতির সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এ ছাড়া আগরতলায় ৭০০টি সিসিটিভি ক্যামেরার নজরদারি, টহলদারি ভ্যান এবং মেয়েদের নিরাপত্তার জন্য পিঙ্ক অটো/ট্যাক্সি চালু করার কথা বলা হয়েছে।

Advertisement

গ্রাফিক— শৌভিক দেবনাথ

আগরতলা পুরভোটে তৃণমূলের তৃতীয় প্রতিশ্রুতি, পরিচ্ছন্ন আগরতলা। তার জন্য বর্জ্যের ব্যবস্থাপনা এবং নিকাশি ব্যবস্থার সংস্কারসাধনের কথা বলেছে তৃণমূল।

এর পর যথাক্রমে এসেছে জন অভিযোগের নিষ্পত্তি, সু্স্বাস্থ্যের আশ্বাস, সম্পত্তি এবং জলের করে ছাড়, ওয়াটার এটিএম তৈরি করে বিনামূল্যে পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা, হকারদের জন্য শংসাপত্র এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি এবং পুরকর্মীদের জন্য সুস্থ পরিবেশের আশ্বাস।

ত্রিপুরার বিধানসভা ভোটেই লক্ষ্য স্থির করেছে তৃণমূল। তবে তার এখনও কিছুটা দেরি। শেষ নভেম্বরের আগরতলার পুরভোটকে ত্রিপুরার বাসিন্দাদের মন বোঝার লিটমাস পরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই তৃণমূলও পুরভোটকে যথাযথ গুরুত্ব দিয়েই লড়াইয়ে নামতে চাইছে।

ভোটের ন’দিন আগে পুরদস্তুর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সেই বার্তাই দিল তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement