Airhostess

Viral: আকাশেও ভাইরাল ‘কাঁচা বাদাম’! ভুবনের গানে বিমানে নেচে মাতালেন বিমানসেবিকা

বৃহস্পতিবার নিজেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৩:৫৭
Share:

কাঁচা বাদাম গানে নাচছেন বিমানসেবিকা। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশ, নেটমাধ্যম কাঁপিয়ে এখন আকাশেও ভাইরাল বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ গান।

এ বার সেই গানে নাচলেন স্পাইসজেটের এক বিমানসেবিকা। উমা মীনাক্ষি নামে ওই বিমানসেবিকা ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন। বৃহস্পতিবার নিজেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উমা।

Advertisement

কাঁচা বাদাম-এর উন্মাদনা যে কতটা এবং সাধারণ মানুষের মধ্যে এর যে কতটা প্রভাব উমার নাচ তারই একটা উদাহরণ। তাঁর কাঁচা বাদাম গানের জন্য সুপরিচিত হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়ে থাকেন। কিন্তু সেটা নেটামাধ্যমে ভাইরাল হয়। রাতারাতি তারকা হয়ে যান ভুবন।

নানা জায়গা থেকে তাঁর ডাক পড়ে। এমনকি কলকাতা পুরসভা ভোটেও তাঁকে প্রচারের কাজে লাগিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement