শঙ্কর মিশ্র নামে এক যাত্রীর বিরুদ্ধে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে। ফাইল চিত্র।
বিমানে প্রস্রাবকাণ্ডে বিমান কর্মীদেরও সাসপেন্ড করেছিল এয়ার ইন্ডিয়া। সেই শাস্তির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলল বিমানকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া কেবিন ক্রু অ্যাসোসিয়েশন (এআইসিসিএ)। সোমবার তারা দাবি তুলেছে, অবিলম্বে বিমানকর্মীদের ওই শাস্তি প্রত্যাহার করতে হবে, সাসপেন্ড হওয়া বিমানকর্মীদের কাজেও ফেরাতে হবে বিমান সংস্থাকে।
গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে এক সহযাত্রীর বিরুদ্ধে। সম্প্রতি সেই ঘটনায় দেশের অসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ ওই বিতর্কিত বিমানের পাইলট-ইন-কম্যান্ডকে সাসপেন্ড করার নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়ার তরফেও বিমানের পাইলট এবং ৪ কেবিন সদস্যকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়। এআইসিসিএ জানতে চেয়েছে সে দিনের ঘটনায় বিমানের ওই কর্মীদের কী দোষ ছিল? কেন তাদের শাস্তি দেওয়া হবে।
এই মর্মেই এআইসিসিএ দাবি করেছে, শাস্তি পাওয়া বিমান চালককে অবিলম্বে কাজে ফেরানো হোক। বাকিদেরও পক্ষ নিয়ে এআইসিসিএ বলেছে, ‘‘ঘটনাটি এখনও দিল্লি পুলিশের তদন্তাধীন। তাই এই ঘটনার বিচার হওয়ার আগেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না।’’ কারণ হিসাবে এআইসিসিএ জানিয়েছে, এখনও পর্যন্ত বিমানের কর্মীরা কর্তব্য গাফিলতি করেছেন বলে কোনও প্রমাণ পাওয়া যায়নি।