Russia Ukraine War

Russia-Ukraine conflict: বন্ধ হয়ে গেল ইউক্রেনের আকাশসীমা, মাঝপথে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, সঙ্কটে ভারতীয়রা

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। কিন্তু যুদ্ধ ঘোষণার পরই বদলে যায় পরিস্থিতি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৯
Share:

— ফাইল ছবি

পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশসীমা। ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে দিল্লি ফিরতে হচ্ছে মাঝপথে থেকেই। অসমর্থিত সূত্রের খবর, এখনও ১৮ হাজার ভারতীয় আটকে ইউক্রেনে। সব মিলিয়ে আরও ঘোরালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি।

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। তাঁদের নামিয়েই আবার বিমান রওনা দেয় কিভের উদ্দেশে। কিন্তু ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণার পরেই বদলে গেল পরিস্থিতি।

Advertisement

যুদ্ধ ঘোষণা ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করার কথা জানিয়ে দেয় ইউক্রেন। ফলে কিভমুখী এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’ ফিরতে হল মাঝপথ থেকেই। সেই বিমান দিল্লি পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে। তা হলে যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কী হবে? আপাতত উত্তর নেই কোনও পক্ষের কাছেই।
ভারত থেকে প্রতি বছর বহু পড়ুয়া ইউক্রেনে পড়তে যায়। বিশেষত সে দেশে চিকিৎসা বিজ্ঞান পড়ার দিকে ঝোঁক রয়েছে ভারতীয় পড়ুয়াদের। তাঁদের সবাইকে এখনও দেশে ফেরানো যায়নি। এয়ার ইন্ডিয়ার বিমান তাঁদের ফেরানোর কাজই করছিল। কিন্তু আচমকা আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ভবিষ্যত ঘিরে জল্পনা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement