দিল্লি বিমানবন্দরের কাছে খোলা মাঠেই ক্র্যাশ ল্যান্ডিং করল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন দু’জন। পটনা থেকে উড়ান শুরু করে একটি বেসরকারি সংস্থার বিমানটি।
এ দিন সকালেই এক জন অসুস্থ রোগী-সহ সাত জনকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল সেটি। কিন্ত, দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগেই দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড়ে একটি খোলা মাঠে তড়িঘড়ি নামতে বাধ্য হয় ‘সি-৯০’ বিমানটি। মাঠের কাছে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা। ফলে, একটুর জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে বলে দাবি বিমানচালকের। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন