Nupur Sharma

Nupur Sharma: নূপুর দিল্লির মুখ্যমন্ত্রী মুখ, সাত মাসেই বিজেপিতে ফিরবেন, দাবি ওয়েইসির

ওয়েইসির কথায়, ‘‘নূপুর দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। যাঁরা সংখ্যালঘুদের আক্রমণ করে কথা বলেন তাঁদের তুলে আনে বিজেপি।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ০৮:৫১
Share:

নূপুর প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ মিম প্রধানের। ফাইল চিত্র।

নিলম্বিত নেত্রী নূপুর শর্মাকে আগামী ছয়-সাত মাসের মধ্যেই দলে ফেরাবে বিজেপি। শনিবার এমনই দাবি করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর দাবি, দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হবেন নূপুরই।

Advertisement

ওয়েইসির কথায়, ‘‘নূপুর শর্মা দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। সেটাও সম্ভব। কারণ, যাঁরা সংখ্যালঘুদের আক্রমণ করে কথা বলেন, পরে তাঁদেরই বড় পদে তুলে আনে বিজেপি।’’

শনিবার হায়দরাবাদে ‘ইউনাইটেড অ্যাকশন ফোরাম’-এর সভা থেকে অতি সত্বর চাইছে বিজেপি। তাঁর এমন বিতর্কিক মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ করা উচিত। কিন্তু তিনি তো একটি শব্দও খরচ করলেন না! দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লি পুলিশের কাছেও আমি ব্যবস্থা নিতে আর্জি জানাচ্ছি।’’ তাঁর আরও সংযোজন, ‘‘একটা এফআইআরে কী হয়! কার্যকরী কোনও পদক্ষেপ করুক প্রশাসন।’’ এখানেই থামেননি তিনি। ওয়েইসির কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয়। কিন্তু বিতর্কিত মন্তব্য করলে তেমনটা করা হয় না!

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement