রণদীপ গুলেরিয়া ফাইল চিত্র।
করোনার তৃতীয় ঢেউ এলে তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানালেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে গুলেরিয়া বলেন, ‘‘যদি আমরা ভারতে এবং বিশ্ব জুড়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় সব তথ্য খতিয়ে দেখি তা হলে দেখব এমন কোনও তথ্য নেই যে শিশুরা বেশি আক্রান্ত হয়েছে। তাই তৃতীয় ঢেউয়ে এই রকমের কিছু ঘটবে সেটা আমরা বলতে পারি না।’’
গুলেরিয়া আরও বলেন, ‘‘দ্বিতীয় ঢেউয়ের সময় যে তথ্য আমরা পেয়েছি তাতে যে শিশুরা আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়েছিল তাদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশের অন্য কোনও শারীরিক সমস্যা ছিল। যাদের শরীর ভাল তাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি।’’