TTV Dhinakaran

ঘুষ কাণ্ডে গ্রেফতার শশীকলার ভাইপো দিনকরণ

নির্বাচন কমিশনের এক আধিকারিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এআইএডিএমকে নেতা টিটিভি দিনকরণকে। মঙ্গলবার রাতে এডিএমকে নেত্রী শশিকলার ভাইপো দিনকরনের সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী মল্লিকার্জুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০১:৩৮
Share:

এআইএডিএমকে নেতা টিটিভি দিনাকরণ। ছবি: পিটিআই।

নির্বাচন কমিশনের এক আধিকারিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এআইএডিএমকে নেতা টিটিভি দিনকরণকে। মঙ্গলবার রাতে এডিএমকে নেত্রী শশিকলার ভাইপো দিনকরনের সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর সঙ্গী মল্লিকার্জুন।

Advertisement

এ দিন সকালেই এই মামলার শুনানিতে বিশেষ আদালতের বিচারপতি পুনম চৌধুরী দিল্লি পুলিশের কাছে জানতে চান, কেন এই ঘুষ কাণ্ডে সব তথ্য-প্রমাণ দিনকরণের বিরুদ্ধে থাকার পরও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তার পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

এআইএডিএমকে নেতা টিটিভি দিনকরণের বিরুদ্ধে অভিযোগ, জয়ললিতার দলের নির্বাচনী প্রতীক ‘জোড়া পাতা’ পেতে নির্বাচন কমিশনের কর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সুকেশ চন্দ্রশেখর নামে এক জনের মাধ্যমে দিনকরন নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। সুকেশ আগেই গ্রেফতার হয়েছেন। এর পরই নির্বাচন কমিশন আর কে নগরের ভোট বাতিল করে। বিভিন্ন রাজনৈতিক মহলের মত, টিটিভি দিনকরণের গ্রেফতারে শশীকলার পরিবারে বড়সড় ধাক্কা লাগল।

Advertisement

আরও পড়ুন...
প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিংহের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement