এই দু’টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।
স্বাধীনতা দিবসের আগের দিন জঙ্গি মডিউলের হদিস পেল পঞ্জাব পুলিশ। সোমবার পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দু’টি বিদেশি পিস্তল। ধৃতেরা সে রাজ্যে হামলা চালানোর ছক কষেছিলেন বলে অভিযোগ।
পঞ্জাবের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, পাকিস্তানের হরবিন্দর রিন্ডা এবং গ্যাংস্টার গোল্ডি ব্রারের হয়ে কাজ করতেন ধৃতেরা। টুইটারে তিনি আরও জানিয়েছেন, স্বাধীনতা দিবসে পঞ্জাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারত। ধৃতেরা হামলার ছক কষেছিলেন।
পুলিশ সূত্রে খবর, আমেরিকা থেকে ধৃতদের টাকা পাঠানো হয়েছিল। এই জঙ্গি মডিউলে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, গত ১৩ অগস্ট আরও একটি জঙ্গি মডিউলের হদিস পেয়েছিল পুলিশ। তরণ তারণ এলাকা থেকে সে বার তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার স্বাধীনতা দিবস। তার আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে।