Artificial Intelligence

ভোটের প্রচারে প্রযুক্তির অপব্যবহার রুখতে সক্রিয় কমিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নির্দেশিকা

নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে ‘দায়িত্বশীল ভাবে’ এবং ‘স্বচ্ছতার সঙ্গে’ নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার ‘পরামর্শ’ দিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫২
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দিল্লির বিধানসভা ভোটের আগে ‘প্রযুক্তির বিড়ম্বনা’র মোকাবিলা করতে সক্রিয় হল নির্বাচন কমিশন। যুযুধান রাজনৈতিক দলগুলি যাতে প্রতিপক্ষকে নিশানা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-র অপপ্রয়োগ না করে, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।

Advertisement

ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে ‘দায়িত্বশীল ভাবে’ এবং ‘স্বচ্ছতার সঙ্গে’ নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার ‘পরামর্শ’ দিয়েছে কমিশন। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিয়ো প্রচারচিত্র সম্পর্কে কড়াকড়ি বাড়ানোর কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। জানানো হয়েছে, এ জাতীয় ভিডিয়োর সূচনাতেই ‘কণ্ঠস্বরের মাধ্যমে এবং লিখিত ভাবে’ ঘোষণা করতে হবে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সম্প্রতি ভোটের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জনমত প্রভাবিত করার জন্য ভুয়ো তথ্যে নির্মিত আপাতসত্যের ছায়াছবি নির্মাণকে ‘অপরাধ’ বলেও চিহ্নিত করেছিলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের ‘আইটি সেল’গুলিকে এ বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। গত বছর লোকসভা নির্বাচনের সময় কমিশন সমাজমাধ্যমগুলিকে (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) দায়িত্বশীল এবং নৈতিক ভাবে ব্যবহারের জন্য নির্দেশিকা জারি করেছিল রাজনৈতিক দলগুলির উদ্দেশে। এ বার ‘নিশানা’ হল এআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement