ফাইল চিত্র।
দেশ জুড়ে হিংসাত্মক আন্দোলন-বিক্ষোভের আবহেই কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের পক্ষে সওয়াল করলেন বাবা রামদেব। কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতা করার নামে দেশের সম্পত্তি নষ্ট করার প্রবণতাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বললেন তিনি। সুর চড়িয়ে রামদেব বললেন, ‘‘যাঁরা হিংসার পথে হাঁটছেন, তাঁরা মহাত্মা গাঁধীর দেশের নাগরিক হতে পারেন না।’’
সেনায় নিয়োগের চুক্তিভিত্তিক এই অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে। ট্রেন, রেল স্টেশন থেকে শুরু সরকারি দফতরও জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিহারে অন্তত ৮০০ জনকে আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গেই রবিবার আমদাবাদে বিষ্ণু উমিয়া ফাউন্ডেশন ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘যোগগুরু’ রামদেব বলেন, ‘‘আমি অগ্নিপথ প্রকল্প সমর্থন করি। কিন্তু ট্রেন এবং সরকারি সম্পত্তি এই ভাবে জ্বালিয়ে দেওয়া মেনে নেওয়া যাচ্ছে না। যাঁরা এই কাজ করছেন, তাঁরা মহাত্মা গাঁধীর দেশের মানুষ হতে পারেন না। এই ধরনের বিক্ষোভ এবং সরকারি সম্পত্তি নষ্ট করা রাষ্ট্রদ্রোহ ছাড়া কিছু নয়।’’
প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি। তিনি বলেছেন, ‘‘কেন অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা হবে? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রকল্প থেকে কেন পিছিয়ে আসব আমরা? দেশের নিরাপত্তার কথা ভেবেই তারুণ্যকে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে। দেশের নিরাপত্তা যখন বিচার্য তখন পিছিয়ে আসার প্রশ্নই নেই।’’