কলকাতা থেকে সোমবার রওনা হবে ঢাকা হয়ে আগরতলার বাস। বৃহস্পতিবার মহাকরণে ত্রিপুরার পরিবহণমন্ত্রী মানিক দে জানান, পশ্চিমবঙ্গের পরিবহণ দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বাসটির এই পরীক্ষামূলক যাত্রার খবর জানিয়েছেন। ১ জুন কলকাতা থেকে রওনা হয়ে বাসটি (নম্বর: ডব্লু বি ২৩ ডি ১২০৩) ঢাকায় পৌঁছবে। পর দিন সকালে পৌঁছবে আগরতলায়। ৩ জুন ফের সেটি কলকাতার দিকে রওনা হবে। মানিকবাবু বলেন, ‘‘২০১০ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন।’’ আগরতলা থেকে গুয়াহাটি হয়ে কলকাতার দুরত্ব সড়কপথে প্রায় ১ হাজার ৬৫০ কিলোমিটার। ঢাকা হয়ে তা মাত্র ৫১৩ কিলোমিটার।