Farmer Protest

বৈঠক ফের ব্যর্থ, আইন প্রত্যাহার না করলে আন্দোলন চলবে, জানালেন কৃষকরা

শুক্রবার বিকেল ৫টা নাগাদ সরকারের সঙ্গে আলোচনা সেরে বেরিয়ে এসে প্রতিবাদী কৃষক নেতারা জানিয়ে দেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তী বৈঠক ১৫ জানুয়ারি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৯:৫৯
Share:

শুক্রবার বিকেল ৫টা নাগাদ সরকারের সঙ্গে আলোচনা সেরে বেরিয়ে এসে প্রতিবাদী কৃষক নেতারা জানিয়ে দেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তী বৈঠক ১৫ জানুয়ারি। ছবি:পিটিআই

দিল্লিতে প্রতিবাদী কৃষক ও সরকারের মধ্যে অষ্টম দফার বৈঠকও ব্যর্থ হল। কৃষকরা জানালেন, ১৫ জানুয়ারি ফের সরকারের সঙ্গে আলোচনায় বসবেন কৃষকরা। আগের সাতটি আলোচনার মতো এই আলোচনাতেও সমাধান সূত্রে পৌঁছতে পারল না দু’পক্ষ।

Advertisement

শুক্রবার বিকেল ৫টা নাগাদ সরকারের সঙ্গে আলোচনা সেরে বেরিয়ে এসে প্রতিবাদী কৃষক নেতারা জানিয়ে দেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তী বৈঠক ১৫ জানুয়ারি। সূত্রের খবর, আলোচনায় কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল উষ্মা প্রকাশ করে সরকারকে বলেছেন, ‘‘সরকার যদি সমস্যার সমাধান করতে না চায়, তাহলে বারবার আলোচনায় বসে লাভ কী? কেন্দ্র আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করুক, আমরা আন্দোলন প্রত্যাহার করব।’’

কিসান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, কৃষকরা আদালতে যাওয়ার কোনও পরিকল্পনা করছেন না। হয় সরাসরি এই আইন প্রত্যাহার করা হবে, না হলে কৃষকদের আন্দোলন চলবে। আগের পরিকল্পনা মতোই ২৬ জানুয়ারি কৃষকদের ট্রাক্টর নিয়ে কুচকাওয়াজ হবে।

Advertisement

আলোচনার পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানিয়েছেন, ‘‘যেমন কৃষি আইনের বিরোধী কৃষকরা আছেন, তেমন অনেকে আছেন যাঁরা এই আইন সমর্থন করছেন। আমরা ঠিক করেছি, যেমন ভাবে আইন বিরোধীদের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, তেমনই যাঁরা আইনের সমর্থক তাঁদের সঙ্গেও আমরা আলোচনা করব।’’

আরও পড়ুন: নন্দীগ্রামে ‘বাবুল সিনড্রোম’, ভাষণও দিতে পারলেন না কৈলাস-শুভেন্দু

আরও পড়ুন: হরিয়ানায় একমাসে ৪ লক্ষ মুরগির মৃত্যু, দিল্লিতে কাকের মড়ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement