বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল চিত্র।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। বৃহস্পতিবার বেলা ১১টার সময় শুরু হবে সেই বৈঠক। সেখানে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের নেতাদের জানাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আফগানিস্তান থেকে ভারতীয়দের কী ভাবে ফিরিয়ে আনা হয়েছে, কত জনকে ফিরিয়ে আনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাবেন তিনি। তালিবানের সঙ্গে আগামী দিনে ভারতের কৌশল কী হবে। আফগানিস্তানে ভারত এত দিন ধরে যে বিনিযোগ করেছে, তার নিরাপত্তার বিষয়টি নিয়েও বৈঠকে বলতে পারেন বিদেশমন্ত্রী।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। ওই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি উপস্থিত থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও উপস্থিত থাকার কথা জানিয়েছেন। ১৫ অগস্টের কাবুল দখল করে তালিবান। তার পর থেকে সে দেশ থেকে প্রায় ৮০০ জনকে উড়িয়ে এনেছে ভারত।