হোয়াটসঅ্যাপে নথি ডাউনলোড করা যাবে। —ফাইল ছবি
আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি এ বার থেকে ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপেও। নাগরিকদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে। বছর দু’য়েক আগে ‘ডিজিলকার’ নামের একটি পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এর মাধ্যমে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি অনলাইনে পাওয়া যেত। সেই ‘ডিজিলকার’ পরিষেবাই এ বার মিলছে হোয়াটসঅ্যাপে।
‘ডিজিলকার’ নামে একটি স্বতন্ত্র ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে। সেখান থেকে চাইলে গ্রাহকরা আধার কার্ড বা যে কোনও সরকারি নথি ডাউনলোড করতে পারেন। হোয়াটসঅ্যাপেও ‘ডিজিলকার’-এর পরিষেবা মিলবে। ফলে হোয়াটসঅ্যাপ থেকে এই ধরনের নথি ডাউনলোড করতে পারবেন গ্রাহক। ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাউভিং লাইসেন্স এমনকি পরীক্ষার মার্কশিটও ডাউনলোড করা যাবে।
কী ভাবে গুরুত্বপূর্ণ নথি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন?
উল্লেখ্য, এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ থেকে এক বারে একটি নথিই ডাউনলোড করা যাবে।