দিল্লিতে বিজেপির সভাপতি আদেশ গুপ্ত। ছবি— সংগৃহীত।
দীর্ঘ পনেরো বছর ধরে দখলে থাকা দিল্লি পুরসভাও বিজেপির হাতছাড়া হয়েছে। তার পরেই পদত্যাগ করলেন রাজধানীতে দলের প্রধান নেতা আদেশ গুপ্ত। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্ব আদেশের পদত্যাগপত্র গ্রহণও করেছে।
বছর দুয়েক আগে দিল্লিতে দলের সভাপতি পদের দায়িত্ব পেয়েছিলেন আদেশ। রবিবার তাঁর পদত্যাগের পর বিজেপির তরফে জানানো হয়েছে, বীরেন্দ্র সচদেভা আপাতত রাজধানীতে দলের কার্যনির্বাহী সভাপতির ভূমিকা পালন করবেন।
গত বুধবার দিল্লির পুরভোটের ফল প্রকাশিত হয়েছে। দু’বার বিধানসভা জয়ের পর এ বার দিল্লি পুরসভাও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দখল করেছে অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। আড়াইশো আসনের মধ্যে পুরসভায় ১৩৪টি আসন দখল করেছে আপ। ভোটপণ্ডিতদের একাংশের মত, কেন্দ্রে ও পুরসভায় পদ্ম শিবিরের বিরুদ্ধে যে হাওয়া বইছে, তার ধাক্কা অবধারিত ভাবে লেগেছে রাজধানীর পুরভোটে।
দলীয় সূত্রে দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই আদেশের সভাপতি পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন উঠছিল। শীর্ষ নেতৃত্ব তাঁকে পদত্যাগ করতে বলতে পারে বলেও জল্পনা ছিল। তার পরেই পদত্যাগ করলেন আদেশ।