ঋণভারে জর্জরিত রিলায়েন্স ক্যাপিটাল। ফাইল চিত্র।
প্রায় ৪০ হাজার কোটি টাকা ঋণভারে জর্জরিত পুরো রিলায়্যান্স ক্যাপিটাল কিনে নেওয়ার দৌড়ে গৌতম আদানির সংস্থা আদানি ফিনসার্ভ। অনিল আম্বানীর সংস্থার সূত্রে জানা গিয়েছে, আদানি ফিনসার্ভ, পিরামল ফিনেন্স, পুনাওয়ালা ফিনেন্সের মতো ১৪টি সংস্থা রিলায়্যান্স ক্যাপিটাল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
জানা গিয়েছে, আম্বানির সংস্থার দরপত্র জমা দেওয়ার জন্য কয়েকটি সংস্থা সময় চেয়েছে। তবে ইতিমধ্যে আদানি, পিরামলের মতো সংস্থা রিলায়্যান্স ক্যপিটাল কেনার দৌড়ে। এ ছাড়াও রয়েছে, ভর্দে পার্টনার্স, নিপন লাইফ, ব্রুকফিল্ড, অ্যাপোলো গ্লোবাল, ব্ল্যাকস্টোন, হিরো ফিনকোর্পের মতো সংস্থা। এমন ১৪টি সংস্থা গত ১১ মার্চ নিলামে অংশ নেওয়ার জন্য দরপত্র জমা করেছে।
সূত্রের খবর, রিলায়্যান্স ক্যাপিটাল কিনতে হলে আগ্রহী সংস্থার কাছে দু’টি বিকল্প রয়েছে। কোনও সংস্থা পুরো রিলায়্যান্স ক্যাপিটাল কেনার জন্য নিলামে বসতে পারে। অথবা, কোনও এনবিএফসি ফার্মের এক বা একাধিক মালিকও দরপত্র দিতে পারেন।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) রিলায়্যান্স ক্যাপিটাল বোর্ডকে ঋণখেলাপি এবং আর্থিক অনিয়মের অভিযোগে সরিয়ে দিয়েছে। তার পর ঋণভারে জর্জরিত অনিল আম্বানীর সংস্থার পুরো শেয়ার বিক্রির তোড়জোড় শুরু হয়। উল্লেখ্য, আরবিআই নিয়োজিত প্রশাসকের তত্ত্বাবধানে দরপত্র দেওয়ার জন্য ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। রিলায়্যান্স ক্যাপিটালই তৃতীয় বৃহত্তম কোনও নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কোম্পানি যার বিরুদ্ধে দেউলিয়া আইনে (আইবিসি) পদক্ষেপ করছে আরবিআই। অন্য দু’টি সংস্থার নাম শ্রেয়ী গ্রুপ এনবিএফসি এবং দেওয়ান ফিনান্স কর্পোরেশন বা ডিএইচএফএল।