KTR House Arrest

তেলঙ্গানায় ‘গৃহবন্দি’ কেটি রাম রাও, বিআরএসের ছয় বিধায়কও! দুর্নীতি মামলায় অভিযুক্ত কেসিআর-পুত্র

সম্প্রতি তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটিআর-কে জিজ্ঞাসাবাদ করে তেলঙ্গানার দুর্নীতি দমন শাখা বা এসিবি। যদিও সাত ঘণ্টা ধরে তদন্তকারীরা তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন কেটিআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৪:৩৭
Share:

কেটি রাম রাও। —ফাইল চিত্র।

ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেতা কেটি রাম রাওকে মঙ্গলবার ‘গৃহবন্দি’ করা হয়েছে। বিআরএসের একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ওই সূত্রের দাবি, গৃহবন্দি করা হয়েছে বিআরএসের ছয় বিধায়ককেও। যদিও পুলিশ-প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রে খবর, রাম রাওয়ের বাড়ির সামনে মঙ্গলবার মোতায়েন করা হয়েছে বহু পুলিশ।

Advertisement

‘ফর্মুলা ই কার রেসিং দুর্নীতি’র তদন্তে তদন্তকারীদের নজরে রয়েছেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র রাম রাও, তিনি কেটিআর নামেই সমধিক পরিচিত। সম্প্রতি তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটিআর-কে জিজ্ঞাসাবাদ করে তেলঙ্গানার দুর্নীতি দমন শাখা বা এসিবি। যদিও সাত ঘণ্টা ধরে একই প্রশ্ন করে তদন্তকারীরা তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন কেটিআর। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও উড়িয়ে দেন তিনি।

সোমবার বিআরএস বিধায়ক পি কৌশিক রেড্ডি গ্রেফতার হন। তার পরের দিনই কেটিআর এবং ছয় বিধায়ককে গৃহবন্দি করা হয়েছে বলে বিআরএস-এর একটি সূত্রের খবর। এই বিধায়কদের মধ্যে উল্লেখযোগ্য দু’জন হলেন হরিশ রাও এবং আরএস প্রবীণ কুমার। কেটিআর এর আগে দাবি করেছিলেন, তেলঙ্গানার কংগ্রেস সরকার তাঁর এবং বিআরএসের বিরুদ্ধে চক্রান্ত করছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁকে হেনস্থা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, ‘ফর্মুলা ই রেস’ নিয়ে ‘দুর্নীতি’র তদন্তে নেমেছে ইডিও। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেটিআর। কিন্তু মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দেয় আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement