পাইপ থেকে বেরোচ্ছে টাকা। ছবি টুইটার থেকে।
কর্নাটকের বিভিন্ন জায়গায় বুধবার তল্লাশি চালায় অপরাধ দমন শাখা। আয় বহির্ভূত সম্পত্তির মালিক বিভিন্ন সরকারি অফিসারদের বাড়ি এবং অফিসে অভিযানে চালানো হয়। সেই অভিযানে সোনার গয়না, অস্থাবর সম্পত্তি এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার অপরাধ দমন শাখার প্রায় ৪০০ অফিসার সে রাজ্যের ৬০টি জায়গায় অভিযান চালিয়েছেন। অপরাধ দমন শাখার এক অফিসার জানিয়েছেন সাড়ে তিন কোটি টাকার গয়না ছাড়াও প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কালবুর্গী এলাকার পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১৩ লক্ষ টাকা।
তাঁর বাড়ি থেকে টাকা উদ্ধারের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, জলের পাইপ থেকে রাশি রাশি টাকা বার করছেন অফিসাররা।