ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় লস্কর জঙ্গি আবু জুন্দল-সহ সাত জনকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিল মহারাষ্ট্রের একটি বিশেষ আদালত। জুন্দল ২৬/১১ হামলারও অন্যতম চক্রী বলে অভিযোগ।
ওই মামলায় আজ ১১ জনকে সাজা দিয়েছে আদালত। এদের মধ্যে মহম্মদ আমির শেখ, বিলাল আহমেদ, সইদ আকিফ, আফরোজ খান, মহম্মদ আসলাম কাশ্মীরি ও ফয়জল আতাউর রহমানের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া মহম্মদ মুজফ্ফর তনভির ও মহম্মদ শরিফকে ১৪ বছর এবং মুস্তাক আহমেদ, জাভেদ আহমেদ ও আফজল খানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
২০০৬ সালে ঔরঙ্গাবাদের কাছে চন্দওয়াড়-মনমাড় জাতীয় সড়কে একটি টাটা সুমো ও ইন্ডিকা গাড়ি আটকায় পুলিশ। বাজেয়াপ্ত হয় ৩০ কেজি আরডিএক্স, ১০টি একে ৪৭ রাইফেল ও গুলি। তিন জঙ্গি ধরা পড়লেও পালিয়ে যায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সইদ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দল। পুলিশের দাবি, মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা জুন্দল প্রথমে মালেগাঁওয়ে গা ঢাকা দেয়। এর কয়েক দিন পরে বাংলাদেশে চলে যায়। এর পর পাকিস্তান পালায় জুন্দল। ২০১২ সালে পশ্চিম এশিয়ার কোনও দেশ থেকে নিয়ে আসা হয়।