Assam Police

মদ্যপদের জন্য স্বেচ্ছাবসর! খাঁড়া নামতে পারে অসম পুলিশের ৩০০ জনের উপর, ঘোষণা হিমন্তের

হিমন্তবিশ্ব শর্মার দাবি, নিয়মিত ভাবে অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের জেরে নিজেদের শরীরের ক্ষতি করছেন অসম পুলিশে কর্মরত জওয়ান, আধিকারিক মিলিয়ে প্রায় ৩০০ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ২১:৪৯
Share:

মদ্য়পদের পরিবর্তে নতুন কর্মীদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে জানিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা। প্রতীকী ছবি।

মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাসের জেরে কর্মজীবন সংক্ষিপ্ত হতে পারে অসম পুলিশের কর্মীদের। চাকরির মেয়াদ ফুরোনোর আগেই স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে অসম পুলিশে কর্মরত প্রায় ৩০০ মদ্যপ কর্মীকে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Advertisement

হিমন্তের দাবি, নিয়মিত ভাবে অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের জেরে নিজেদের শরীরের ক্ষতি করছেন অসম পুলিশে কর্মরত জওয়ান, আধিকারিক মিলিয়ে প্রায় ৩০০ জন। তাঁর কথায়, ‘‘অসম পুলিশে অন্তত ৩০০ জওয়ান, আধিকারিক মদ্যপ। অতিরিক্ত মাত্রায় মদ্যপানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের শরীর। তাঁদের জন্য সরকারের তরফে স্বেচ্ছাবসরের বন্দোবস্ত রয়েছে। এটা পুরনো নিয়ম। তবে এত দিন আমরা এর প্রয়োগ করিনি।’’

ইতিমধ্যেই মদ্যপদের স্বেচ্ছাবসরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি, তাঁদের জায়গায় নতুন কর্মীদের নিয়োগের প্রক্রিয়াও কার্যকরী করা হচ্ছে বলে জানিয়েছেন হিমন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement