পুরস্কৃত প্রাক্তন আসু নেত্রী জয়শ্রীও

পুরস্কারের খবরেও মন থেকে আনন্দ পাচ্ছেন না বলে জানালেন অসমিয়া সাহিত্যিক জয়শ্রী গোস্বামী মহন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০২:০৪
Share:

—ফাইল চিত্র।

তাঁর ‘চাণক্য’ উপন্যাসের জন্য অসমিয়া সাহিত্যিক জয়শ্রী গোস্বামী মহন্ত সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন। জয়শ্রীদেবী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংশোধনী নাগরিকত্ব আইনের প্রবল বিরোধী অগপ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তর স্ত্রী। তিনি নিজেও আসুর দীর্ঘ আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন। আজ পুরস্কারের খবর পেয়ে তিনি বলেন, ‘‘এই দুর্দিনে অসমিয়া সাহিত্যপ্রেমীদের জন্য খবরটা আশার আলো আনল। অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমজনতার সংগ্রাম, জয় ও গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠাই আমার এই উপন্যাসের প্রেক্ষাপট।’’

Advertisement

তবে পুরস্কারের খবরেও তিনি মন থেকে আনন্দ পাচ্ছেন না বলে জানান। তাঁর বক্তব্য, ‘‘আমার সন্তানের থেকেও ছোট ছেলেরা আজ অসমের জন্য গুলি খেয়ে মরেছে। পুরস্কারের অর্থমূল্য আন্দোলনে নিহতদের পরিবারের হাতে তুলে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement