মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। —ফাইল ছবি।
মণীশ সিসৌদিয়া দাবি করলেন, মঙ্গলবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তল্লাশি করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। তাই আগেভাগেই তাদের স্বাগত জানিয়ে রাখলেন দিল্লির উপমু্খ্যমন্ত্রী। দিল্লির নতুন শুল্ক নীতির জেরে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।
সোমবার টুইটারে মণীশ লিখেছেন, ‘‘মঙ্গলবার সিবিআই আমাদের ব্যাঙ্ক লকার তল্লাশি করতে আসছে। ১৯ অগস্ট আমার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। আমার লকারেও কিছু মিলবে না। স্বাগত সিবিআই। আমি এবং আমার পরিবার তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’’
মণীশ-সহ ১৫ জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। দিল্লির উপমু্খ্যমন্ত্রীর অভিযোগ, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। সে কারণেই সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি করেছে। দুর্নীতির অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘এরা দুর্নীতি নিয়ে চিন্তিত নয়। অরবিন্দ কেজরীবালকে নিয়ে চিন্তিত, যাঁকে জনগণ ভালবাসে এবং যিনি ক্রমেই জাতীয় নেতা হিসাবে উঠে আসছেন।’’