Delhi Assembly Election 2020

জনতার টাকায় লড়বে আপ

আগামী ১৩ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৪:২৯
Share:

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।—ছবি পিটিআই।

নির্বাচনী খরচ তুলতে ফের জনগণের দ্বারস্থ আম আদমি পার্টির (আপ) বিধায়কেরা। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া ওই প্রকল্পের উদ্বোধন করে জানান, বিধায়কদের লক্ষ্য নিজেদের বিধানসভা নির্বাচনের খরচ বাবদ ২৮ লক্ষ টাকা জনগণের কাছ থেকে তোলা। যদিও বিজেপির অভিযোগ, গত পাঁচ বছরে আপ যে কালো টাকা আয় করেছে, তা আইনি পথে সাদা করার জন্যই ওই পদ্ধতি।

Advertisement

আগামী ১৩ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেটা দেখে বিরোধীদের অভিযোগ, দিল্লি নির্বাচনের সুযোগে বন্ডের মাধ্যমে নিজের তহবিল ভরার পরিকল্পনা করেছে বিজেপি। পাঁচ বছর আগে নির্বাচনে লড়ার জন্য জনতার কাছে হাত পেতেছিলেন অরবিন্দ কেজরীবাল। অভূতপূর্ব সাড়া পান তাতে। এ বার ফের সেই পদ্ধতিই নিতে চাইছেন আপ নেতারা।

অভিযোগের আঙুল উঠেছে শাসক শিবিরের দিকেও। কারণ সোমবার নির্বাচনের দিন ঘোষণার পরেই আজ নির্বাচনী বন্ড বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রক। অতীতে দেখা গিয়েছে এ ধরনের বন্ডের ৯০ শতাংশের বেশি অর্থ গিয়েছে বিজেপির ঘরে। সরকারের আজকের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। আপের এক নেতার কথায়, ‘‘বন্ড বিক্রি করে ফের তহবিল ভরার ফিকির করেছে বিজেপি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement