ফাইল চিত্র।
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্জাব ও দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। গোয়ার পর এ বার গুজরাত এবং হিমাচল প্রদেশেও নির্বাচনে অংশ নিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল। হিমাচলে আঁচড় কাটতে না পারলেও মোদী-রাজ্যে ১৩ শতাংশের কাছাকাছি ভোট কেড়েছে তারা। এ বার সেই কেজরীর দল কি জম্মু-কাশ্মীরের নির্বাচনেও ছাপ ফেলতে চলেছে? উপত্যকায় তাদের সাম্প্রতিক কর্মসূচি ঘিরে অন্তত তেমনই জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
কেন্দ্রশাসিত অঞ্চলে দ্রুত নির্বাচন করার দাবিতে শনিবার জম্মুতে বিক্ষোভ দেখান আপ কর্মী-সমর্থকেরা। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী হর্ষদেব সিংহের নেতৃত্বে নির্বাচন ভবনের সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আপের অভিযোগ, বিজেপির কথা শুনেই কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট করাতে চাইছে না নির্বাচন কমিশন। বার বার নানা অজুহাতে তা পিছিয়ে দেওয়া হচ্ছে। হর্ষদেব বলেন, ‘‘জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যেই ভোট করাচ্ছে। কিন্তু জম্মু-কাশ্মীর নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। বিজেপি ভাবছে, নির্বাচন ছাড়াই তো ক্ষমতায় থাকা যাচ্ছে, তা হলে আর মানুষের রায় চেয়ে ঝুঁকি কেন নিতে যাবে তারা?’’
গুজরাত এবং হিমাচলের ভোটপর্ব মিটতেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরী দাবি করতে শুরু করেছেন, তাঁর দল এখন জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার অধিকার লাভ করেছে। তার পরেই জম্মু-কাশ্মীরে আপের এই কর্মসূচি অনেকেরই নজর কেড়েছে।