অরবিন্দ কেজরীওয়াল। ফাইল চিত্র।
কংগ্রেসের ভোটে ভাগ বসিয়ে বিজেপির সুবিধা করে দিতেই গুজরাত বিধানসভা নির্বাচনে লড়ছে আম আদমি পার্টি(আপ) ও আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম। এমনটাই মনে করেন কংগ্রেস নেতারা।
আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল গুজরাতের ভোট প্রচারে গিয়ে ক্ষমতায় এলে আমজনতার জন্য বিপুল সুরাহার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ আমদাবাদে গিয়ে কংগ্রেস নেতা অশোক গহলৌত এবং কে সি বেণুগোপালের দাবি, কেজরীওয়ালের এইসব প্রতিশ্রুতির মধ্যে অনেক ফাঁকি রয়েছে। গুজরাতের মানুষ তা বিশ্বাস করবেন না। গুজরাত নির্বাচনে কংগ্রেসের পর্যবেক্ষক গহলৌতের অভিযোগ, ‘‘কেজরীওয়াল দিল্লির সরকারি দফতর থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দিয়ে এখন গান্ধীর রাজ্য গুজরাতে প্রচার করছেন।’’
কংগ্রেস আজ অভিযোগ করেছে, বিজেপি দিল্লিতে আপ সরকারের আবগারি নীতিতে দুর্নীতি নিয়ে হইচই করছে। কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে নামাচ্ছে। অথচ বিজেপি শাসিত গুজরাতে বিষাক্ত মদপানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, ‘‘গুজরাতের বিজেপি সরকার বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তি দিয়েছে। তা নিয়ে কেজরীওয়াল নীরব, যে ভাবে তিনি দিল্লির হিংসার সময় হাত গুটিয়ে বসে ছিলেন। এ থেকেই প্রমাণ হয়ে যায় বিজেপি ও আম আদমি পার্টির মতাদর্শ এক।’’
কংগ্রেস নেতা বেণুগোপালের দাবি, পাঁচ বছর আগের ভোটে সামান্য কিছু আসনে হেরে গেলেও বছরের শেষে গুজরাতের ভোটে কংগ্রেসই ক্ষমতায় আসবে। টানা ৯০ দিনের প্রচার কর্মসূচির রূপরেখা তৈরি হবে। ৫ সেপ্টেম্বর রাহুল গান্ধীর গুজরাত যাওয়ার কথা।