অরবিন্দ কেজরীওয়ালকে সমর্থন করায় আপ কাউন্সিলরদের আটক করে দিল্লি পুলিশ। অভিযোগ দলের কাউন্সিলর যোগেন্দ্র ধিংড়ার। প্রতীকী ছবি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে সমর্থন করায় চণ্ডীগড়ের দুই আম আদমি পার্টি (আপ)-র কাউন্সিলরকে আটক করেছে দিল্লি পুলিশ। এমনই অভিযোগ করলেন কেজরীর দলের আর এক কাউন্সিলর যোগেন্দ্র ধিংড়া। রবিবার সংবাদমাধ্যমে তাঁর দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে রাজধানীতে পোস্টার দিয়েছিল বিজেপি। সে পোস্টার ছিঁড়ে ফেলায় পুলিশ তাঁদের দলের ২ কাউন্সিলরকে আটক করেছে। যদিও এ প্রসঙ্গে কোনও বিবৃতি দেয়নি দিল্লি পুলিশ।
আবগারি দুর্নীতি মামলার তদন্তে রবিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে কেজরীকে। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে সিবিআই দফতর থেকে বেরোন তিনি। কেজরীর গ্রেফতারির আশঙ্কায় রবিবার সকালে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখান ভগবন্ত মান, রাঘব চড্ডা, সঞ্জয় সিংহ, অতীসী মারলেনার মতো দলের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্ব-সহ নেতা-নেত্রীরা। সে সময় মান, অতীশীদের আটক করে দিল্লি পুলিশ।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর কাছে ধিংড়া জানিয়েছেন, কেজরীকে সমর্থন জানাতে চণ্ডীগড় থেকে দিল্লিতে গিয়েছেন দমনপ্রীত সিংহ এবং অঞ্জু কাটিয়াল-সহ ৪ কাউন্সিলর। তাঁর দাবি, ‘‘রাজঘাটে পোস্টার দিয়েছিল বিজেপি। তাতে লেখা ছিল, ‘কেজরীওয়াল ইস্তফা দিন’। তবে সে সব পোস্টার সরানোর সময় অঞ্জুদের আটক করে দরিয়াগঞ্জ থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। অন্য দুই কাউন্সিলর তখন সেখানে ছিলেন না।’’