আম আদমি দলের সাংস রাঘব চড্ডা। —ফাইল চিত্র।
শাসক দলের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে বেঘর করা হল বলে আজ সরব হলেন সরকারি বাংলো হারানো আম আদমি দলের সাংসদ, সদ্য বিবাহিত রাঘব চড্ডা। প্রথম বারের সাংসদ হওয়ার যুক্তি দেখিয়ে গোড়ায় বরাদ্দ হওয়া বাংলো বাতিল করে রাঘবকে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যসভার সচিবালয়। যে সিদ্ধান্তে গত কাল আইনি সিলমোহর দেয় আদালতও। তবে এ প্রসঙ্গে বিরোধী কংগ্রেস থেকে শিবসেনা সব দলই পাশে দাঁড়িয়েছে রাঘবের। বিরোধীদের প্রশ্ন, লোকসভার যে ১১ জন প্রথম বারের সাংসদকে বাংলো দেওয়া হয়েছে, তাঁদের বরাদ্দ করা বাংলোও কি এ বার বাতিল করতে উদ্যোগী হবে লোকসভা সচিবালয়?
গত বছর রাজ্যসভার সাংসদ হওয়ার পরেই টাইপ-৭ বাংলো বরাদ্দ করা হয়েছিল আপের সাংসদ রাঘব চড্ডার জন্য। দিল্লির পান্ডারা রোডের সেই বাংলোয় প্রয়োজনীয় মেরামতি করে বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন রাঘব। কিন্তু সম্প্রতি রাজ্যসভার সচিবালয় প্রথম বারের সাংসদ হিসাবে বাংলোয় থাকার যোগ্যতা নেই— ওই যুক্তিতে রাঘবের নামে থাকা বাংলো বাতিল করে টাইপ-৬ ফ্ল্যাট বরাদ্দ করে। যা নিয়ে আদালতের দ্বারস্থ হন রাঘব। প্রথমে বাংলো ছাড়ার প্রশ্নে স্থগিতাদেশ পেলেও গত কাল পাতিয়ালা আদালত একটি রায়ে জানিয়ে দেয়, ওই বাংলোতে থাকার অধিকার নেই রাঘবের। বিজেপির অঙ্গুলিহেলনে রাজ্যসভার সচিবালয়ের তাঁকে বেঘর করার উদ্যোগ নিয়েছে বলে আজ সরব হন রাঘব। তিনি বলেন, ‘‘যে সমস্ত সাংসদ সরকার বিরোধিতায় সরব, বেছে বেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ইন্ডিয়া জোটের সদস্য হয়েও বিভিন্ন বিষয়ে আপ ও কংগ্রেসের মতপার্থক্য দেখা গিয়েছে। যদিও এ যাত্রায় অন্তত বাংলো প্রশ্নে রাঘবের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস ও শিবসেনা। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদীর কথায়, ‘‘প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়েছেন রাঘব।’’
আর কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মাণিকম টেগোর প্রশ্ন তুলেছেন, কেন শুধু রাঘব চড্ডার মতো বিরোধী সাংসদেরাই বঞ্চনার শিকার হবেন? তিনি একটি তালিকা প্রকাশ করে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, ‘‘লোকসভার অন্তত ১১ জন প্রথম বারের বিজেপি সাংসদ থাকার জন্য বাংলো পেয়েছেন। তাঁদের কবে বাংলো থেকে উচ্ছেদের নোটিস ধরাবে লোকসভা সচিবালয়?’’
ওই তালিকায় বিজেপি সাংসদ সানি দেওল, রীতা বহুগুণা জোশীর সঙ্গেই রয়েছে
বাংলার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নামও। এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘‘অন্য কারও বিষয়ে জানি না। আমি লোকসভায় সাংসদ হওয়ার আগে বিধানসভার সদস্য ছিলাম। বিধানসভা ও লোকসভার মেয়াদ বিবেচনা করেই বাসস্থান বণ্টন করা হয়ে থাকে।’’