Bizarre

গান্ধীজি সব টাকার নোটে হাসেন কেন? রুল টানা পাতায় কাঁচা হাতের লেখার জবাবে পেটে খিল রসিকদের

খাতার ছবিতে দেখা যাচ্ছে এই উত্তরে লাল কালি বেশ দরাজ হাতে দশে দশ দিয়েছে নীল কালিকে। পাশে ইংরেজিতে 'ভেরি গুড' মন্তব্য লিখে প্রশংসাও করা হয়েছে। এই খাতার পাতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ১৯:০৯
Share:

—প্রতীকী চিত্র।

রুল টানা খাতায় লাল কালিতে প্রশ্ন লেখা। তার জবাব লেখা হয়েছে নীল কালিতে। কিছুটা কাঁচা হাতের লেখায়। সেই প্রশ্ন আর উত্তরের বহর দেখে হাসির রোল উঠেছে ইন্টারনেটে।

Advertisement

প্রশ্ন করা হয়েছে, "সব টাকার নোটেই গান্ধীজি

হাসেন কেন?" জবাবে লেখা হয়েছে, "কারণ কাঁদলে নোটটা ভিজে যাবে"!

Advertisement

খাতার ছবিতে দেখা যাচ্ছে এই উত্তরে লাল কালি বেশ দরাজ হাতে দশে দশ দিয়েছে নীল কালিকে। পাশে ইংরেজিতে 'ভেরি গুড' মন্তব্য লিখে প্রশংসাও করা হয়েছে। এই খাতার পাতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। নেটাগরিকেরা অনেকেই বুদ্ধিদীপ্ত জবাবের প্রশংসা করেছেন।

তবে খাতার পাতাটি কোনও স্কুল বা পরীক্ষার খাতা নয় বলেই অনুমান। তার কারণ, ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, সেখানে সমস্ত পোস্টই এমন লাল নীল কালিতে লেখা খাতার পাতার। যা আপাত দৃষ্টিতে কোনও শিশুর স্কুলের খাতার লেখা বলে মনে হলেও বাস্তবে তা নয় বলেই জানিয়েছেন বহু নেটাগরিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement